Thursday, September 19, 2019

প্রভাতি বানানবুক—ঢাবি "খ" সংখ্যা : ২০১৯-২০


♦ এ বছর সংবাদপত্রে বহুল ব্যবহৃত গুরুত্বপূর্ণ বাংলা বানানসমূহ; এসব থেকে প্রতিবছরই প্রশ্ন আসে→

দুর্ভোগ, প্রাণবন্ত, প্রাণোচ্ছল, কাহিনি, ভাঙচুর, উনসত্তর, আকাঙ্ক্ষা, নিঃস্বার্থ, দামি, পুনর্নির্ধারণ, ব্যাহত, অস্ত্রোপচার, আবিষ্কার, পুরস্কার, স্বতঃস্ফূর্ত, প্রাদুর্ভাব, দোর্দণ্ড, পুনর্গঠন, সূতিকাগার, নিঃশেষ, ব্যতীত, মহুর্মুহু, পুনঃখনন, ব্যাহত, পুনঃশিক্ষণ, ঊর্ধ্বতন, আহূত, নিঃসন্দেহে, স্বতঃস্ফূর্ত, হাঁসফাঁস, মুমূর্ষু, সর্বোপরি, অবলোকন, বিচ্যুতি, সমীহ, ঊধ্বে, নিঃসঙ্গ, প্রসূতি, পুনর্মূল্যায়ন, অন্তঃপ্রাণ, জলোচ্ছ্বাস, বহিঃপ্রকাশ, দুঃস্বপ্ন, পুনর্বাসন, অন্তঃসত্ত্বা, নিঃস্ব, পুনর্নিরীক্ষা, স্বতঃপ্রণোদিত, প্রাদুর্ভাব, পুনর্ভাবনা, পুনর্ব্যবহার, দুর্দশা, স্বপ্রণোদিত, হঁশিয়ারি, সত্বর, সামর্থ্য, ফাঁপা, সুস্পষ্ট, পুনঃখনন, প্রত্যর্পণ, হেঁয়ালি, অত্যধিক, অত্যাধুনিক, সত্ত্বেও, স্বল্পোন্নত, চুনোপুঁটি।

Note: পরীক্ষার আগে আমাদের এ বছরের মডেল টেস্টগুলো উত্তর দেখে দেখে একবার পড়ে যাও; খুব কাজে দেবে।

Thanks | ধন্যবাদ

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639

Saturday, August 31, 2019

প্রভাতি নোটবুক পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন!


ঢাবি "খ" এর জন্য প্রভাতি সিরিজের যে ৬টি PDF নোটবুক প্রকাশিত হওয়ার কথা ছিল সেগুলোর ১টি বাদে বাকি ৫টি নোটবুক প্রকাশিত হবে ৪ সেপ্টেম্বর ২০১৯ তে।
এই পাঁচটি নোটবুক হলো—
১. Newspaper Digest ঢাবি "খ" সংখ্যা ২০১৯
২. প্রভাতি বিশ্ববিদ্যালয় ভর্তি IQ Bank
৩. প্রভাতি বিশ্ববিদ্যালয় ভর্তি ICT Notebook
৪. প্রভাতি ঢাবি "খ" CAMAT Bank
৫. প্রভাতি ঢাবি "খ" Book Digests
এবং এসব ই-মেইল এর মাধ্যমে সরবরাহ করা হবে।

বিষয় হলো, এর আগে আমরা এই নোটবুকগুলোর জন্য ১০০ টাকা ফি নিতে চেয়েছিলাম। কিন্তু এখন আমরা এগুলো ফ্রি দিবো। আর সেজন্য আমাদের DUKUAPP সহ লাইফ একাডেমির মোট ৮টি YouTube চ্যানেলে তোমাদেরকে সাবস্ক্রাইব দিতে হবে।
শুধু যারা এসব চ্যানেলে Subscribe করবে তারাই এই নোটবুকগুলো পাবে।

পদ্ধতি—
এজন্য "Provati Notebooks" এর ফেসবুক পেজে মেসেজ করতে হবে "প্রভাতি নোটবুক চাই" লিখে। তাহলে আমরা রিপ্লাই মেসেজে তোমাকে একটি নির্দিষ্ট তারিক ও সময় লিখে একটি মেসেজ দিবো। তোমাকে সেই সময়ে এই পোস্টে এসে নিচের লিংকগুলোতে ক্লিক করে YouTube চ্যানেলে গিয়ে Subscribe করতে হবে।
ওই সময়ের মধ্যে এসব ইউটিউব চ্যানেলগুলোতে যে Subscribe পড়বে সেগুলো তোমার সাবস্ক্রাইব হিসেবে গণ্য হবে।

• ইউটিউব চ্যানেলসমূহ:—
2. ঢাবি "খ" প্রস্তুতি→ এখানে—ক্লিক—করুন
3. BCS Preparation Program→ এখানে—ক্লিক—করুন

সাবস্ক্রাইব করা হয়ে গেলে Provati Notebooks এর ফেসবুক ইনবক্সে মেসেজ করবে "আমি সাবস্ক্রাইব করেছি" লিখে এবং সেইসঙ্গে তোমার ই-মেইল আইডিও দিবে।
অর্থাৎ, এভাবে মেসেজ করবে—
আমি সাবস্ক্রাইব করেছি <Space> fuadhasan10@gmail.com

এরপর আমরা চ্যানেল চেক করে দেখবো এবং সবকিছু ঠিক থাকলে Confirmation Message দিবো এবং ০৪/০৮/২০১৯ তে ই-মেইল করে নোটগুলো পাঠাবো এবং তোমাকে ফেসবুকে মেসেজ দিয়ে জানিয়ে দেবো।

তাহলে এখন কাজ শুরু করতে প্রভাতি নোটবুক এর ফেসবুক পেজে যেতে এখানে—ক্লিক—করুন কিংবা ভিজিট করো→ http://facebook.com/provatinotebooks

Note: নির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময়ে সাবস্ক্রাইব দিলে তা তোমার সাবস্ক্রাইব হিসেবে গণ্য হবে না। আর সবকটি চ্যানেলে সাবস্ক্রাইব না দিয়ে শুধু দু-একটি চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে "আমি সাবস্ক্রাইব করেছি" লিখে মেসেজ পাঠালে ফল হবে না।

ধন্যবাদ | Thanks

DU Kha Unit Admission Preparation Program (DUKUAPP)
"বিশ্ববিদ্যালয় ভর্তির প্রাইভেট ব্যাচ"
(বিএ/ বিএসএস)
A Project by
Md. Mahadi Hasan
Phone: 01746315639